ভিটরে শেয়াল ভিটরে কুকুর
সব দেখি সব ভিটরে
ভিটরে মানে কী বলো তো-
ইয়াব্বড় যার হিট রে!
ভিটরে বিড়াল জ্যান্ত বাঘের
করলো পাশে শব্দ
চৌদ্দ হাতের মতো উল্টে
পড়ে হলো জব্দ!
ভিটরে খাটাস ভিটরে বেঁজী
ভিটরে মোরগ ধরতে
ভিটরে দাদুর তাড়া খেয়ে
হয়েছিলো মরতে!
ভিটরে যখন কারো পাশে
গেলে সে হয় ভিটরে
ওইতো দূরে ভিটরে কুকুর
হয়ে গেলাম ফিট রে।