বর্ণমালার ভাষা পেলাম
স্বর্গময়ী দেশে
তাইতো মোরা চলতে পারি
স্বাধীনভাবে হেসে।।
বায়ান্নতে রক্ত দিলো
রফিক শফিক ভাই
পৃথিবীতে তাঁদের মতো
আর দানবীর নাই।।
তাঁদের দানের ভাষা পেলাম
ফুল ফসলের দেশে।
কাড়তে এলো মুখের কথা
চাপিয়ে দিলো পণ
অন্যদেশের ভীন্নভাষায়
বলবে কথা মন?
সূর্যসমান কিশোর তেজীর
মন দিলো না রায়
প্রতিবাদে ডাকলো সবার
আয়রে ছুটে আয়।
ভাঙলো আইন ফেব্রুয়ারীর
মিছিল দিলো শেষে।