কানের পাশে ঘুরতেছিলো মশা
বল্টু তখন পড়ার রুমে বসা
হুল ফোটাতে গেলো যখন তাকে
হুল ভেঙে তার কী যে করুণ দশা!
যন্ত্রণাতে যায়না চুমুক পেটে
এপাশ-ওপাশ কত্ত ঘেঁটে ঘেঁটে
ডাক্তার বাবু এলেন মশার পাশে
বললেন- পাখা, ফেলতে হবে কেটে।
যখন অনেক মশায় পূর্ণ হলো ঘর
বল্টুর কানের পাশে হচ্ছে যেন ঝড়
ডাক্তারসহ সব মশাদের মাঝখানে
দিলো কষে বল্টু তখন চড়!