তুমি নেই ভাবতেই—
হৃদয়টা করে ওঠে খা খা
তোমার স্মৃতি মনে পড়ে যায় বাবা।।
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।।
তোমার মাথায় ঘুরতো
সারাক্ষণ শুধু কাজ কাজ
ঘামভেজা মুখটি
মনে পড়ে যায় যেন আজ।।
কতদিন হলো তবু ভুলে যেতে পারি না।।
কষ্ট দাওনি কখনও
পাওনি এতটুকু সুখ
জীবনটা মোদের জন্য
ঝাঁঝরা করে দিলে ওই বুক।।
তুমি যে মাথার ছায়া
আজ কেন পাশে নেই
তুমিহীন একলা আমি
লাগেনা ভালো কিছুতেই।।
তুমি যে আমার ছিলে
পৃথিবীর সেই কাবা।।