তোমার সাময়িক অনুপস্থিতি: আমাকে কী যে পাগল করে দেয়
যতদূর চোখ শীতল করা যায়- তোমাকে দেখে
তারচেয়ে তোমার প্রতি চনমনে অনুভূতি
মিষ্টি উচ্ছৃঙ্খলতা, কোমল স্বরের রূপালি সংকেত
ছায়া ফেলে প্রহর সময়গুলো আমার
তোমাকে তো ছুঁয়ে দেখা হয়নি!
অনুভূতি আমাকে বাঁচিয়ে নেয় তোমার-আমার মাঝে বিলম্বিত সময়। প্রিয় অনুভূতি, তোমাকে তাই রাখি আমার পাশের বালিশে
প্রতি মূহুর্ত তুমি ছাড়া আমি যেন এক মোমগালা দুপুর! নিষ্ঠুর অবয়ব!
তবু তোমার প্রতি মন ছুয়ে
আমাকে ভাবায়, কাঁদায়...
আমি দেখতে চাই সবসময়, সারাটিক্ষণ সামনে আমার
হোক কল্পনায় তবুও
তুমি আড়াল নিয়ো না প্রিয় ওই কালো অমানিশার