তবুও ভালো আছি
যখন আমার বুক আঁকড়ে ধরে খুঁজতে থাকো
আরেকজনের ঠোঁট, হৃদয়, পেলব শরীর
কী দারুণ প্রেম-
অনেক বেশী পরিমাণ আসক্ত হলে
ব্যথাতো পেতেই হবে!
একদিন হঠাৎ দেখি, আমার প্রিয় টেবিলটি নেই!
ভেঙেচুরে সেটাকে ছোট্ট বসার টুল বানানো হয়েছে
ক্রমশ আইসোলেটেড হয়ে যাচ্ছি-
দাউদাউ করে আগুন জ্বলছে
প্রতিদিন আমার বারান্দায়
তোমাকে তো কখনও আমি ওভাবে দৃষ্টিপাত করিনি।
বেশী ভালোবাসলে হঠাৎ সেটা কমিয়ে আনা খুবই রহস্যজনক খুন হবে ভেবে ও পথে পা বাড়ায়নি
তবুও সঠিক ব্যাকরণ মেনে
আমি রয়ে গেলাম সেভাবে
আর
তুমি চলে গেলে শক্ত চুমুর সন্ধানে...