বুকের ভেতর দুখের আগুন
তোমায় হারানোর শোকে,
রাতের পরে রাত চলে যায়
ঘুমছাড়া দুই চোখে।
হে রাসূল
তুমি ছিলে এই হৃদয়ের কলিজারই ফুল।
তুমি ছাড়া জীবন আমার
চলছে না যে আর
পারছি না তো বইতে একা
এত দুখের ভার।
তুমি আমার জীবন জুড়ে
বেঁচে থাকার মূল।।ঐ
রেখে যাওয়া হাদিস মেনে
চলবো আমার পথ
খুঁজবো তাতে তোমার ছবি
এ আমার অভিমত।
তুমি ছিলে আছো তুমি
হৃদয়ের আঙিনায়
তুমি আমার শরীরজুড়ে
বাস্তব আর ইশারায়।
শেষ বিচারে সাথে রেখো
ও মদিনার কূল।। ঐ