খেলনার ঝোপে ছিলে আলমিরা তিনটা
একটার নেই কাচ এলোমেলো দিনটা!
কান্নায় তিসি মনি ফুপাচ্ছে আদুরে
গোয়েন্দা করতে সে ফিট করে দাদুরে।
আলমিরা কাচ নেই কোথা রাখি খেলনা
কেউ কী তা দেখে না সে আমি তবে ফেলনা!
তারপরে পুতুলের চোখ ট্যারা করলো কে
ওইটুকু ঘোড়াটার পিঠে উঠে চড়লো কে!
হাঁড়িকুঁড়ি এলোমেলো কলসটা উপড়ে
এতকিছু হলো তবু আম্মুও চুপরে!
দাদু খুঁজে ব্যস্ততা আম্মুটা রান্নায়
এইভাবে তিসিমনি রোজ কাটে কান্নায়