টেনশন মেনশন করে যায় মনকে
যেমনটি দেখা যায় গাছ ছাড়া বনকে।
বনটাকে মনটাকে কুরে খায় ভেতরে
জীবনটা তাই হয় একদম তেঁতো রে!
টেনশন মেনশন করে যায় হার্টকে
ভেঙে ফেলে পুরো এই জীবনের পার্টকে।
জেগে ওঠে মানুষের দেয়া সব কষ্ট
এইভাবে জীবনটা হয়ে গেলো নষ্ট!
টেনশন মেনশন করে যায় চোখকে
ভালো থাকা অভিনয় করে যাই লোককে।
যেই আসে পাশে হাসে লুটে নেয় স্বার্থ
করেছি যে উপকার কতশত তারতো!
টেনশন মেনশন করে যায় শরীরে
কেউ পাশে নেয় নাকো ভাসা এই তরীরে।
কষ্টটা পাজি খুব কুরে খায় আহারে!
বুক জুড়ে হাহাকার চাপা আছে পাহাড়ে।