বাপরে ওরে বাপ!
তেলাপিয়া ব্যাগের নিচে খাচ্ছিলো কী চাপ।
তেলাপিয়া বললো- ওরে, বাঁদরমুখি শোল
তলায় চাপা আছি আমি,লেজ ধরে ধর- তোল।
বাপরে! ওদিক টেংরা পিঠে ফুটিয়ে দিলো হুল
তুইকি ব্যটার ঠোঁট থেকে তার ছিঁড়তে পারিস চুল!
ওমা! মাগুর পেটটা বোধ হয় করেই দিলো ফুটো
চাপে আমার দম গেলোরে চোখ গেলোও দুটো।
তেলাপিয়ার গাল
ব্যাগভর্তি মাছের চাপে হয়ে গেছে লাল।