যখন অন্ধকারে নিমজ্জিত আকাশের দিকে তাকাই,
তখন জ্বলজ্বল করে জ্বলতে থাকা অসংখ্য তারকা দেখি। বড়ই রহস্যময় লাগে!
ওদের দহনে আকাশটা ফ্যাকাশে, নিস্তব্ধ, বিমর্ষ নাকি তীব্র অনুতপ্ত হয়! নাকি নিজেকে নিঃশেষে বিলিয়ে দেয় এক অজানা, অচেনা গন্তব্যে!
এ বিষয়ে বাবা বলতো তারকারা নিঃসীম উদার। ওরা সবার কল্যাণে নিজেকে উদার করে দেয়।
সেখান থেকে যখন আঁধারে একাকী তারকা দেখি,
মনে হয় আমি তারকার নির্যাস টেনে হিঁচড়ে আমার শরীরে পুরছি আর ওরা ব্যথায় জ্বলেপুড়ে নিঃশেষ হচ্ছে!
ওরা অসহায়, আমি বিবেকহীন!