যেই নামে পৃথিবীটা হয় আলোকিত
পাখি গাছ ফুল ফল হয় অবনত।
সে আমার প্রিয় নাম সাল্লিয়ালা
শাফায়াতে নূর নবী কামলিয়ালা।
যার প্রেম নিয়ে এই ধরাতে এলাম
সবুজ আর সুন্দর ধরনী পেলাম।
তাঁর নাম নিলে কাটে দুঃখ জ্বালা।।
যার ছবি নিলে বুক শীতলতর হয়
শক্তিতে অন্যায় রুখে দেয়া যায়।
সেই ছবি ফুল করে বানাবো যে মালা