একটি স্বপ্নের মৃত্যু হল- যখন;
এত গভীর করে কাছে পাবার আকুলতা
এত চপল ঠোঁট কাঁপলো না, আঘাত দিতে
এত প্রেম কাঁদলো না ফেরাতে
এত যৌবন ফুরালো
এত বুভুক্ষু হৃদয় হতাশ হলো
এত সুখ বিলীন হলো
এত এত একাকী- ফেরারী মন।
থকথকে দাগ- স্মৃতিচিহ্ন বয়ে বেড়ায়
বুকের উষ্ণতায় কাঁপে নেটওয়ার্ক- গ্লোবাল ওয়ার্মিংয়ের
জীবন কমতে থাকে কাচপোকার ফ্রেমে
আর এভাবে ফিরে যায় মৃত্যু পথযাত্রীর স্বপ্নের শেষপথের দিকে