একাত্তরের স্বাধীনতা বিজয় হয়ে হাসে
ভাবতে গেলে দুই নয়নে ঘুমপরীরা আসে।
ঘুমপরীরা সকল সময় আমার সাথে থাকে
দুষ্টু পরী মিষ্টি পরী আদর করে মা'কে।
একটা পরী ফুলের বনে একটা পরী পাতায়
একটা পরী আদর করে ঠোঁটে-মুখে-মাথায়।
একটা পরী প্রজাপতি পরছে রঙিন জামা
লোহা-পিতল পাল্টে বানায় চকচকে এক তামা।
কোনো পরীর দু'গাল ভরা চাঁদের সাদা হাসি
হাজার পরীর মিলনমেলায় ভালোবাসাবাসি।
পরীর সাথে চলছে আমার কতই ঘোরাঘুরি
কখনও যাই পাখনা মেলে তাদের সাথে উড়ি।
পরীরা সব পাখনাওয়ালা স্বপ্নতে দেয় দেখা
ফুলপরীদের কাছে আমার স্বদেশপ্রেম শেখা।