টপটপ ঝরে পড়ে বেদানা'র রস
দাদু বলে- আয় নিচে, গাল পেতে বস!
পুষ্টিতে ভরপুর এই এত ফল
কালোজাম,কদবেল জিভে আনে জল।
নাশপাতি, আঙ্গুর আপেলের সস্
ভিটামিন সুস্বাদু-ই নাম খুব যশ।
মাল্টার গুণ শুনে পাল্টাবে রূপ
আমি-তুমি এইফল খেতে চাই খুব।
ফল খেলে বল বাড়ে গা'য় বাড়ে তাপ
মাথা থেকে ঝরে পড়ে টেনশন-চাপ।
ছয় ঋতু, কত ফল! সবফল খাই
বছরের পুরো মাস সুস্থতা চাই।