তরুগুলো খাচ্ছে গরু ছাগল বসা পাশে
তার থেকে এক মাদী ছাগল দাঁতিয়ে ওই হাসে।
হাসির রোলে ফাঁসি ধরে এলো যখন গলা
তখন কেশে করলো শুরু কাহিনী তার বলা।
গরু যখন খাচ্ছিলো ঘাস সুড়সুড়ি যায় নাকে
ছাগল তখন হাসির রোলে ব্যাঁ ব্যাঁ করে ডাকে।
গরু টানে ছাগল ডাকে নাকে লাগে ঘষা
তখন বলো ছাগলটাকে আর থাকা যায় বসা?