সূর্যিমামা সূর্যিমামা
কেনো পরো গরম জামা
নরম নরম বাতাস কেনো
গরম করে খাও
সূর্যিমামা তোমার পাশে
আর যাবো না, যাও-
জানো তুমি আমার আছে
আরেক মামা চাঁদ?
গরমকালে তুমি কেনো
হও এত উন্মাদ!
তোমায় ছুঁতে চাই না আমি
চায় না আমার মন
শীতকালে রোজ এসো, দিলাম-
তোমার নিমন্ত্রণ।