শীত নেমেছে ভোরে
শীতের শুরুর সেই সে আরাম কোথায় গেলো- ওরে!
শীত নেমেছে তালের পাতায়,ভাঁটুই, খেজুর গাছে
কাঠবিড়ালি লেজ নাড়িয়ে দাঁতে-জিভে চাছে।
লেবুর পাতায় ফোটায় ফোঁটায় ছোটায় কিসের জল
হারিয়ে গেলো কুয়াশাতে গঙ্গাফড়িং দল!
শীত নেমেছে জেঁকে অনেক কাঁথায়-লেপে দেহে
এতো ভোরে ঘুম থেকে এই,ডাকো তুমি কে হে!
চড়ছি এখন মোটরযানে নীলাকাশের ছাদে
পরীর মেয়ে ওইখানে তার মায়ের জন্য কাঁদে।
খেলতে তাকে সঙ্গ দিয়ে জড়িয়ে ধরি তাকে
আর তুমি কে ঘুম ভাঙিয়ে দিলে এই আমাকে!
শীত নেমেছে বেজায়- ফাটে হাতও পায়ের পাতা
ইশকুলে যাই মায়ের আদেশ ঢাকতে হবে মাথা।