যখন থেকে পৃথিবীর মুখ দেখেছি
তোমাকে দেখার মতো এত মুগ্ধতায় আমি আর ভাসিনি
কত অপার সৌন্দর্য আর পাহাড়ী বিমোহিত ফুল দেখেছি
তোমার ঠোঁটের মতো মিষ্টি গোলাপি পাপড়ি, মায়াবী মুখ, ছন্দিত ঢেউ খেলানো হাসি আর অবিরাম অনুভূতি আর কোথাও পায়নি
ছলাৎছলাৎ ছন্দে নৃত্যে কী অনাবিল ঝর্ণা ভূমি ছুঁয়ে যায় প্রকৃতির বুক চিরে
আর তুমি
আমার হৃদয়ের আঙিনা ছুঁয়ে যাও কল্পনার বেড়াজাল ভেদ করে বাস্তবতার আধার রূপে
এখানে ঢেউ আসে
তৃপ্তির প্রতিনিধি হয়ে অজস্র আকাশ হয়ে...
তখন এক পৃথিবীর সব সুখ ধরা দেয়
বাতাসের জলীয় কণায়,অণু-পরমাণু হয়ে
দেহে-মনে-মননে
আমি হয়ে উঠি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী এক মানুষ।