একটা দেশে ছিলো দু'ভাই
মিথ্যা এবং সত্য
সত্য ছিলো সহজসরল
মিথ্যা ছিলো দৈত্য!

মিথ্যা ছিলো গায়ের জোরে
সবার চেয়ে সেরা,
সত্য এবং ভালোদেরকে
পিছিয়ে দিতো এরা।

সত্য যখন হাসিখুশি
মিথ্যা এসে হাজির
আর মানুষে থাকতো ভয়ে
দেখে এমন পাজির!

একদিন এই মিথ্যামিয়া
দিনকে বলে রাত্রী
এমন কথা শুনে হলো
শয়তানীরা ছাত্রী!

ছাত্রী নিয়ে মিথ্যা গেলো
সত্যবাদীর কাছে
কিন্তু তাদের ঠুকরে দিলো
টেংরা-মাগুরমাছে!