আমার অস্তিত্বে তোমার ছায়া স্মরে
মরে না কোনো স্মৃতি
একাধিক যৌবনদীপ্ত প্রজাপতি হয়ে
তুমি চাঁদ ছুঁয়ে
রাত ছুঁয়ে
ঝিলমিল জোসনা হয়ে
এসোনা-
এ বুকের রক্তিম চাদরের মতো ওম হয়ে-