আকাশ থেকে ভুত নেমেছে অমাবস্যার রাতে
নেমে সোজা হাত মেলালো সগিরুদ্দীর হাতে।
ভুতের ছানা হানা দিলো ভুতের নানার ছকে
সেখান থেকে সগিরুদ্দী আবোলতাবোল বকে।
সগিরুদ্দী হাঁটে গেলো দাম শুনে সে মাছের
ল্যাংটা হয়ে দৌড়ে এসে ঠুন খেয়েছে গাছের!
ব্যাপার হলো সগিরুদ্দীর ভুত দিয়েছে ছোঁয়া
ভুত তাড়াতে লাগবে এখন কবিরাজের দোয়া!
বাওন মোল্লার আছে অনেক ভুতের সাথে খাতির
বেশ উপকার করেছে সে ভুত সমাজের জাতির।
সগিরুদ্দীর নিয়ে গেলো বাওন মোল্লার কাছে
ভুত তাড়ানোর বুদ্ধি কারণ তাহার নাকি আছে!