সদ্য বিড়াল পদ্য লেখার
দাওয়াত পেলো বনে,
গদ্য লিখে চলল সেথায়
ফুর্তি নিয়ে মনে।
বন্য বিড়াল সভাপতি
শেয়াল তারই বিচারপতি
গদ্যলেখা দেখে
-তা হবে না, কী লিখেছো!
বসলো যেন জেঁকে!
সদ্য কবির পদ্য হলো
গদ্য ভাষায় লেখা
তাইতো তাকে কবি হয়ে
আর হলোনা টেকা!