পুবে আবীর পশ্চিমে লাল সবুজ রঙের গাছ
আঁকাবাঁকা নদনদী আর পুকুরভরা মাছ।
ছয় রঙের এ ছাউনি আকাশ ঋতুর নামে আসে
একেক সময় একেক পাখি নীল নীলিমায় ভাসে।
সন্ধ্যা হলে যে যার টানে ভরিয়ে তোলে নীড়
বাঁশবাগানে হাজার শত পাখির জমে ভীড়।
ধীরেধীরে রাত্রি নামে কালো শরীর মুড়ে
উত্তেজনায় শেয়ালগুলো ডেকে ওঠে দূরে।
ভোরের আলো ফুটলে চোখে জীবন্ত হয় মন
চঞ্চলতায় ভরে ওঠে মুখরিত বন।
ছুটতে থাকে ঝর্ণাধারা কলকলানো নদী
দেখলে এ রূপ দু-চোখ মেলে থাকবে না আর বোধই।
চারিদিকে ছেড়ে দেয়া গাছগাছালীর কেশ
রূপেরূপে সাজা আমার সবুজ সোনার দেশ।