সবুজ বনের প্রজাপতি
সবুজ রঙে ওড়ে
সবুজ বনের গাছের পাখি
সবুজ পাতায় ঘোরে।

সবুজ বনের সবুজ ঘাসে
সবুজ ফড়িং দোলে
সবুজ রঙের টিয়ে শিশু
নাচে মায়ের কোলে।

সবুজ বনে সবুজ হাতি
সবুজ সবুজ ডালে
সবুজ হলো কাঠবিড়ালী
সবুজ পাতা গালে।