সাম্যের বাণী ইসলাম তাওহীদ
সাওমের ঈদ এলো সিয়ামের ঈদ।
ঈদ এলে ফুলগুলো ফুলে থাকে বন
যায় ছুটে সবদিকে ডানপিটে মন।
একবার যায় দেখি বন্ধুর বাড়ি
সবখানে পোতা যেন আমাদের নাড়ি।
রাস্তায় ঘুরি ফিরি বাড়িবাড়ি যাই
নাস্তার টেবিলেই কত ঘ্রাণ পাই।
তারাবির সালাতেই একমাস রাত
কখন যে শেষ হলো এই ইবাদাত।
ইবাদত বন্দেগী করে হলো শেষ
সাওমের দিনগুলো কাটছিলো বেশ।
দিনগুলো চলছিলো হানাহানিহীন
ঈদ এসে বুকটা যে করে চিনচিন!
চিনচিনে বুকে এলো ঈদ মজা হায়,
ঈদ মুবারক বলো- তাই তাই তাই!