তোমার হুকুম নিয়ে আমি
করছি সিয়াম সাধনা
ক্ষমা করো মহান প্রভু
প্রীতির ডোরে বাঁধো না!
হানাহানি, ঝগড়া-ফ্যাসাদ
ভুলে গেছি, জানিনা
সিয়াম আমার দ্বীনের খুটি
মিথ্যা মুখে আনি না।
এই যে দেখো গরীব-দুখী
এক কাতারে দাঁড়ানো
এমনভাবে আছি মিশে
যাবে না তা নাড়ানো।