জীবন যখন জেগে ওঠে- নতুন করে, নতুন দিনের নামে
তখন- পুরনো মিশ্র অনুভূতি রেঙে উঠুক- আবীররাঙা ভোরের সতেজতায়
সময়টা যখন, একান্ত আপনজনের বিস্তৃত খুশিখুশি ঠোঁটজোড়ায়,আমি চেয়ে থাকি নিষ্পলক চিবুক ধরে
তখনও তোমার প্রেমময়তা জুড়ে বসত করুক সবুজের পাঠ
যদি আমাকে চৌচির করে যদি হৃদপিণ্ড ছুঁতে পারো
তোমাকে দেখবো স্বপ্নছোঁয়া স্বর্গ হয়ে
আজ, বেদনা যেন না ছুঁয়ে যায়- তোমার পুরো জীবনজুড়ে
আজ ফাগুণ নামুক ক্লান্তির ফোঁটায় ফোঁটায়
বিরক্ত ঠোঁটে যেন না শুনি আমাকে ফেরানো পঙক্তি
এলোচুলে বয়ে যাক সাধারণ সৌরভের অসাধারণ গন্ধ
আর সেখানে জাগুক অজস্র সাগরের ঢেউ
যা, প্রাণখোলা হাসি হয়ে নেমে যাক শিরা-উপশিরায়
উচ্ছলতার প্রতিটা দিন হোক তোমার- আমাকে দেখানো না হোক
নিজ প্রয়োজনের সীমাবদ্ধতা
মুক্ত শক্তিতে তুমি-হয়ে ওঠো পৃথিবীর একচ্ছত্র সুন্দরের অধিপতি
আর অনবরত...
তোমাকে জানাই, নতুন দিনের বিস্তৃত, খোলা নীলাকাশের বুকঢালা নিঃস্বার্থ শুভকামনা...