গা ছমছম শীতল আবেশ
প্রকৃতিটার রূপ
রাঙায় না ওই সূর্য দানব
রোদ নিয়ে সে চুপ।

ঘামের শরীর শিশিরগুলো
উগরে ফেলে ঘাস
মুক্তো যেন জোনাক জ্বালায়
যেটুকুতেই বাস।

ফড়িং মাখে শুদ্ধ পানি
কমজলে ওই মাছ
নদীর ওপর কাশফুলেরা
হেলিয়ে রাখে গাছ।

মেঘ সাদারা পালকি ছাড়ে
ছুটে চলে বউ,
ডগমগে রূপ শরৎ রাণীর
মৌমাছিদের মউ।