নিভলো কদমখোঁপা থেকে
সোনালী রঙ চুল
নদীর চরে ভাঁটুই-কাশে
কে পরালো দুল!
মেঘ ছড়ানো আকাশটাতে
ছবি পাঠায় কাশ
চোখ যদ্দুর যায় তদ্দুর-
সারিবাঁধা হাঁস।
মাথার ওপর লালচে শোভায়
গাছে ঝোলে তাল
ভিজে তখন হয়ে ওঠে
শুকিয়ে থাকা গাল!
শরতকালে নরম তুলো
দেখতে থাকে চোখ
কনকচাঁপা, জুই-চামেলীর
গন্ধ সবার হোক।