তুলতুলে কাশ
সারিসারি হাঁস।
সাদাসাদা বক
ওড়ে কক্ কক্।

সাদাসাদা মেঘ
তুলতুলে বেগ।
ছাতিমের ফুল
নাচে তুলতুল।

শিশিরের টোপ
কুয়াশার ঝোপ।
ভয়ডরহীন
শরতের দিন।