একটা পাশে গাছগাছালি একটা পাশে পাহাড়
উঁচুনিচু ঘর যেন সব দালানকোঠার আহার।
গ্রাম কখনো সাগর এটা ভাসতে থাকে ভেলায়
পুরো আকাশ মেতে ওঠে পুতুল পুতুল খেলায়।
কক্ষনো হয় দেয়াল আবার কক্ষনো হয় হাতি
হাতির পিঠে সওয়ার যেন বুনছে কাপড় তাতী।
আবার দেখি হাতির পাশে সাজানো এক বাড়ী
তার পাশে এক খুকু চালায় টেম্পো নামের গাড়ি।
হঠাৎ এসব উধাও হয়ে হলো কাশের ফুল
তার পাশে এক খুকু ঘোরে তুলতুলে তুলতুল।
ফুলের পাশে নদী আবার নৌকা মাঝি সব
আকাশ থেকে মেঘ মেয়েদের চলে এ উৎসব।