শরৎ হলো কাশের সাদা তুলতুলে ওই ফুল
কিংবা ধরো ঘাসের ডগায় ছোট্ট খুকির দুল!
আবার ধরো- উড়ে যাওয়া সাদা সাদামেঘ
মাছ শিকারী সাদাবকের থমকে পড়া বেগ।
শরৎ হলো খোলা আকাশ নানানরকম ফুল
শেফালি আর ছাতিম গাছে বিছানো তার মূল।
কিংবা ধরো- হঠাৎ হঠাৎ বৃষ্টিধোয়া ঘর
নদীর বুকে জেগে ওঠা পলিমাটির চর।
শরৎ হলো হাঁসের সারি সবুজ ধানের বিল
নীল পরা ওই আকাশখানির হাসিটা ঝিলমিল।
কিংবা ধরো- শরৎ মানে ভাদ্রমাসের তাল
শরৎ হলো মাকড়সাদের শিশির মাখা জাল!