শরৎ আমায় ডাক দিয়ে যায়, আর থাকা যায় ঘরে?
সকালবেলার শিশিরগুলো মুক্তো হয়ে ঝরে।
মুক্তোগুলো ডাক দিয়ে ওই পিটিস পিটিস জ্বলে
শরৎ আমার ডাক দিয়ে যায় সবুজ ধানের তলে।
কাশফুলেরা দোল দিয়ে যায় নদীর কূলেকূলে
মন বলে তাই হামলে প্রিয়ার খোঁপায় বাঁধি তুলে।
নীল আকাশে ডাক দিয়ে যায় পেঁজা পেঁজা তুলো
ভোর না হতেই দিগন্তে ওই কে মাখালো ধুলো!
সন্ধ্যা হতেই ডাক দিয়ে যায় ঘরে ফেরা বকে
কে আকাশে লাল আবীরে রঙ করেছে চকে!
কে ওখানে ডাক দিয়ে যায়, আকাশজুড়ে পাখি!
তাইতো গাঁয়ের শরৎ ছবি শিউলী ফুলে আঁকি।