ঠাঁঠানো রোদ রোদের কুঁচি
লম্বা হলো আড়ে,
সময় যতই এগিয়ে যায়
রোদের ছায়া বাড়ে।

রোদ ছুঁয়ে যায় গাল
সামান্যতে ব্যথার পাশে
হয়ে ওঠে লাল।

লেপ-কম্বলে বানাই আমি
ঘরের ভেতর ঘর,
শীতের আঘাত হঠাৎ যেন-
টর্নেডো এক ঝড়।