শীতকাল দত্যিরে শীতকাল বাঘের
শীতকাল কনকনে শীতকাল মাঘের।
শীতকাল মচমচে শীতকাল পাতার
শীতকালে দাম বাড়ে ও'ম টানা কাঁথার।
শীতকাল কুয়াশার শীতকাল রসের
শীতকালে ঝাড়ি কম খিটখিটে বসের।
শীতকাল ঠান্ডার শীতকাল শাকের
শীতকালে ভেঙে যায় হাড়গোড় নাকের।
শীতকাল লাউয়ের শীতকাল কদুর
শীতকালে দাম বাড়ে তুলসী ও মধুর।
শীতকালে তরকারি জমে যায় ভোরে
শীতকাল ভোগ করে রাতজাগা চোরে!