একটু করে শীত
প্রকৃতি আর মানবকূলের নাড়াতে চায় ভিত।
নাড়াতে চায় বাঘের পুরু চামড়া এবং লোম
শীত আমাদের বৃদ্ধ-শিশুর জন্য আরেক যম।

শীত, কুয়াশার জল-
শিশির বলে- "শীত হলো ভাই, আমাদের এক দল।"
দলের মাছি শীতের কণা ফোটায় গায়ে হুল
কাঁপে পাখি, শীতের পোশাক যাদের অপ্রতুল।

শীতের এমন চাপ
হাতির শরীর-ঘোড়ার শরীর দিচ্ছে আড়ে লাফ।
লাফের চোটে বৃদ্ধ-যুবক হারাতে চায় হুঁশ
মূমুর্ষূ সেই মূহুর্তে তাও শীত দিতেছে পুশ।

শীতের নদী চুপ
কুয়াশাতে যায় না দেখা ঝকমকে তার রূপ।
রূপের দেখা পায় না গায়ক হারায় তাদের গান
দিতেই আছে তাপমাত্রার নিচের দিকে টান।