প্রকৃতিটা মুখ লুকালো শীতের আগমনে
মুখ দেখালো পাতারা সব সূর্যকে তার বনে।
বনের হরিণ মনের মতো উদর ভরে ঘাসে
লালসূর্য সজীব হয়ে মিষ্টি ঠোঁটে হাসে।
শীতের আমেজ সবুজ মাঠে সাদা রঙের ছাতায়
শিশিরগুলো নাচতে থাকে চালতা পাতায় পাতায়।
পাতার বোটায় হলুদ আভা ঝরে পড়ে ভারে
মাকড়সারা জালগুলো তার পেছন থেকে ছাড়ে।
শীত এসেছে শীত এসেছে কুয়াশাদের বাড়ি
ঘরের কোণে বৃদ্ধ দাদু নাচায় কেবল দাঁড়ি।
দাঁড়ি নাচায় মৌমাছিরা বাগানভরা ফুলে
এই এখানে শীত এসেছে হেমন্তকে ঝুলে।