শীতের ভোরে জব্দ হলাম
কুয়াশাদের কাছে
যায় না দেখা কোনোকিছু
সামনে কি যে আছে।

সামনে আছে ধোঁয়ার আঁধার
শিশিরভরা পানি
এসব যেন ভরাট চোখে
জাল এঁটে দেয় ছানি।

ছানি চোখে জল গড়িয়ে
ভিজিয়ে দেয় দাঁড়ি
শিশির মোড়া শীতের সকাল
অলস কাটে বাড়ি।