চারিদিকে শুভ্র কোমল সাদা ফেনার ঢল
আকাশ পথে আসছে উড়ে শীত পাখিদের দল।
দলের পাখি বোলায় আখি ফেলবে কোথায় পা
ওইতো দূরে শ্যামল সবুজ বিল-বাওড়ের গাঁ।

বিদেশিনী পাখির সাথে ভরলো সোনার বিল
মিঠেল রোদের মাখামাখি টিপ পরালো নীল।
নীলের নিচে বিলের ছবি মাছ বেঁধে নেয় ঝাঁক,
অতিথীরা খেয়ে ওঠায় আয়েশী এক ডাক।

শীতের সকাল রোদের খেয়ায় দমিয়ে রাখে দিন
শিশির ধোয়া কুয়াশারা জমিয়ে রাখে ঋণ।
ঋণের বোঝা নেয় চাপিয়ে গাছের ডগার ফুল
শীতটা জমে কাথার নীচে তুলতুলে তুলতুল।