ক্ষেতের আ'লে ঘাসের ডগা সূর্য রাঙায় মুখ
রৌদ্র কিরণ পেয়ে সকাল লজ্জাতে টুকটুক।
সাঁঝের বেলায় ঘুমিয়ে থাকে ঘুমকাতুরে ফুল
আড়ষ্টে ডাল বরফ ভাঁজে লুকিয়ে রাখে দুল।

শীতের সকাল ভাঁজা মাছের তাজা পিঠের রোদ
প্রকৃতি তার নেয় যে খরার তাপের প্রতিশোধ।
কাঁথার ভাঁজে শীত লুকানো আরাম লাগা গায়
ব্যথার শরীর থেঁতলে জানায় গরম কাপড় চায়।

শিরশিরিয়ে শিউরে ওঠে কম্পিত দুই হাত
বঞ্চিত হই দেখতে কিরণ চাঁদ শোভিত রাত।
কম্বলে মুখ ঝলসে ওঠে আলসে ডাকে ঘুম
শীতটা জোঁকের মতো করে দেয় বসিয়ে চুম।

শীতের সকাল ঝুরঝুরে হয় খেঁজুর গাছের রস
তরকারিতে বাজার তাজা করতেছে টসটস।
নিয়ম করে যায় না চলা গোসলমুখী দিন
আতর মেখে আর কতদিন করবো শোধ এ ঋণ!