কোথায় আছো মুরগী তুমি
কোথায় আছো হাঁস
মাঠে গেছো- খাইতে নাকি,
কাটতে গেছো ঘাস!
এতো বাজাই ঢোল
তবু কী ওই কান তোমাদের
হয়ে গেছে গোল!
রাত বারোটায় মিটিং আছে
সবার আসা চাই
সেই মিটিংয়ে বলবো কেনো
তোমাদের কে খাই!
মাংস খুবই স্বাদ
তাই তোমাদের মাংস খাওয়া
দিতেই হবে বাদ!
শেয়াল যখন মাইকিং করে
ফিরলো গভীর বন
চিন্তাতে ভাঁজ পড়লো হাঁসও-
মুরগী সবার মন!