শেয়াল গেলো কিনতে মহিষ-
না না, বড় হাতি-
গিয়েই খেলো সাদা গাধার
জোড়া পায়ের লাথি।
সিংহ ছিলো হাট কমিটির
চৌকষ সভাপতি
করলো নালিশ তার যা হলো
মান ও সম্মান ক্ষতি।
ডাকা হলো গাধার এবং
ডাকা হলো মালিক
জোড়া লাথি কে শেখালো
বললো, গাধা শালিক-
ডাকো শালিক কে শেখালো
বললো শালিক ঘোড়া-
ঘোড়ার এত সাহস তাকে
মারলো লাথি জোড়া!
তিন-চার দিন এমনি গেলো
পেলো না কার দোষ
শেয়াল দুঃখে বাড়ি গেলো
কিনে একটা মোষ!