গণহত্যা দেখে পেলো
স্বাধীনতা শোক,
জল শুকিয়ে পাথর হলো
মায়ের দুটি চোখ।

ফেরাতে ওই অধিকারকে
নামলো যে বিপ্লব,
দেশটা হলো স্বাধীন তবে
শেষ হলো যে সব।

শেষ থেকে এই করবো শুরু
নতুন করে দেশ
আমরা স্বাধীন নেইতো মানা
নেই ইচ্ছের শেষ।