শীত এলো গাছে আর শীত এলো ফুলে
শীত এলো মিধিলীর কান ঝুলেঝুলে।
শীত এলো ঘাসবনে শীত এলো ধানে
শীত এলো কবিতায় শীত এলো গানে।
শীত এলো পুকুরের ঝোপ'য়ালা জলে
শীত এলো সবজিতে শীত এলো ফলে।
শীত এলো গালে-পিঠে শীত এলো ঘাসে
শীত এলো সূর্যটা আড় দিয়ে হাসে।
শীত এলো শিশুদের পোশাকের ভাঁজে
শীতকাল কারোকারো একদম বাজে।
শীত এলে কুনোব্যাঙ গর্ততে ঢোকে
শীত বড় বিচ্ছিরি তাহাদের চোখে!