ব্যাঙের সাথে বললো সেদিন
পিঁপড়া দলের সর্দার,
মাটির গর্তে ব্যবস্থা হয়
মাঝে কেনো পর্দার?
তোমরা মানুষ আমরা মানুষ
ভাবতে পারি আমরা
তোমার গায়ে খসখসে ভাব
নেই আমাদের চামড়া।
তবু কী এই আমরা দাবি
করতে পারি নাকি
মানুষ হলে দেখিয়ে দিতাম
দিতাম না তো ফাঁকি।