একটা যবনিকা
ফুলস্টপ কমার পরিবর্তে আবর্তিত হলো
ইচ্ছে করলে কোটেশন সম্বলিত ব্যাখ্যা চাইলে
রাজ্যের দূরত্ব আরও গভীর হতো
কিন্তু কাছে আসা রোমাঞ্চের আঘাতে
বিষাক্ত গেরিলা
প্রেম নিবেদন করতে ভুলে গেলো!
ব্যাখ্যার নৌকা সমুদ্রতলেও কূল পায় না
শুধু উত্তর মেলে না
তাই শেষ চিহ্নের দিকে এগুতে লাগলাম...