সবসময় সময় সবুজ হয় না
লিটমাস পেপারের হয়ে যায় তাও বলা যায় না
তবে বদলানো জিনিস
বদলিয়ে শান্তি; সৃষ্টিতে শান্তি।
এখানে তাজা শান্তির আড়ালে অশান্তিরা
সিক্রেট যন্ত্রণা দেয়! বোঝার উপায় থাকে না!
সময়কে একদিন বিশ্রামেরা বেঁধে রাখতে চেয়েছিলো-
শক্তিতে পেরে ওঠেনি!
ওর শক্তি তো কেউ দেখতে পায়না
তবে টেনেটেনে বিস্তর বিস্তৃতি বাড়াতে পারে ঐশ্বরিক শূন্যতার দিকে
সময়কে ব্যর্থতারা আর্জি জানিয়েছিলো-
আমাদেরকে একটু সাথে নিবে?
সময় পেছনে তাদের কথাও শোনার মতো ফুরসত পায়নি!
তবে কি সে স্বার্থপর? না তার জরুরি কাজের তাগিদে আর কারো কথা শোনার মতো ইচ্ছে হয়নি!
ব্যর্থতারা কষ্ট পেলো!
তারাও প্রচুর মনোবল নিয়ে সময়ের আগে দৌড়ানোর প্রতিশ্রুতি নিলো; একদিন তারা পৌছে গেলো সময়ের কল্পরেখা ডিঙিয়ে সাফল্যের ঠিকানায়।