নদীর গা ঘেঁষে চলছিলাম...
দেখলাম ছোট বড় নৌকার চলাচল
একটি বড় লঞ্চ বিশাল এক ঝড়ের মত ঢেউ তুলে চলে গেলো-
পাশে থাকা নৌকাগুলো ঢেউয়ে ডুবো ডুবো করতে লাগলো, তীরে থাকা জেলেদের মগজ চিকচিক করে উঠলো
আমি নীরব দর্শক!
আমাকে মাঝিরা বললো-
সব যদি ভয়ঙ্কর সিডরে তছনছ হয়ে যায় তবে আমাদের নিথর মূর্তিটা হবে সাগরের উচ্ছিষ্টাংশ,
বেতার ক্যানভাসে প্রচার হয়ে যাবে
জাহাজ ঠুকে ডুবে গেছে জেলের নাও; বুঝি, আমাদের রক্তের মধ্যে তাজা মাছ ঘোরাফেরা দেখে নেচে ওঠে কাপ্তানের চোখ!
নির্যাতিত বেদনা দেখে সাগরের জল তলিয়ে নেয় আমাদের আত্মা!
আমি সান্ত্বনার ভাষা হারিয়ে ফেললাম-