খুকুর আছে নূপুর পায়ে
রুমঝুম ঝুম বাজে,
দুল কানে দেয় ঝুমকা দোলা
আর কত কী সাজে!

সকালবেলা নতুন জুতা
ঠোঁট রঙিনে রাঙায়
সামান্যতে কেঁদে ফেলে
মা অভিমান ভাঙায়।

ঘুরতে বেরোয় বিকেলবেলা
বাবাকে চাই সাথে,
সাজিয়ে দিলে খুকু আমার
কী যে খুশি তাতে!